কাস্ট অঞ্চলে ভৌমজলের ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ গুলির চিত্রসহ আলোচনা কর ? 

Karst Landforms
Karst Landforms

প্রথমেই বলে রাখি কাস্ট অঞ্চল কাকে বলে?

ভূমিকা : চুনাপাখার যুক্ত অঞ্চলে দ্রবন প্রক্রিয়ায় ভূপৃষ্ঠ ও ভূ অভ্যন্তরে যে বৈচিত্রময় ভূমিরূপ গড়ে ওঠে সেই অঞ্চলকেই কাস্ট অঞ্চল বলে। 

কাস্ট অঞ্চলে সৃষ্ট ভূমিরূপ

কাস্ট ভূমিরূপ গড়ে ওঠার শর্ত

কাস্ট অঞ্চলের ভূমিরূপ এর চিত্র

কাস্ট অঞ্চলে ডোলাইন ও পাতন প্রস্তর কিভাবে সৃষ্টি হয় তা চিত্রসহ ব্যাখ্যা করো

কাস্ট অঞ্চলের বৈশিষ্ট্য

কাস্ট অঞ্চলের ক্ষয়জাত  ভূমিরূপ 


কাস্ট অঞ্চলে বিভিন্ন ধরনের ভূমিরূপ গড়ে ওঠে যেমন

A. ক্ষয় কার্যের ফলে ভূমিরূপ।

B. সঞ্চয় কার্যের ফলে ভূমিরূপ।

নিম্মে কাস্ট অঞ্চলে ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ গুলি সম্বন্ধে চিত্রসহ আলোচনা করা হলো-


1. টেরা রোসা( Tera rossa ) "টেরা " শব্দের অর্থ হলো মৃত্তিকা এবং "রোসা " শব্দের অর্থ লাল । সুতরাং টেরা রোসা কথার অর্থ হলো "লাল মৃত্তিকা" । বিশুদ্ধ চুনাপাথর ( মানে ১০০% চুনাপাথর ) যুক্ত অঞ্চলে দ্রবণ প্রক্রিয়ার প্রভাবে ভূপৃষ্ঠে যে লাল আল্মিক কাদার আবরণ তৈরি হয়, তাকে টেরা রোসা বলে।

ভালোভাবে বোঝার জন্য নিচে চিত্রের লক্ষ্য করুন, 

টেরা রোসা( Tera rossa

প্রভাব: টেরা রোসা এর এর ফলে মাটির উপরে  লাল রং এর আবরণ তৈরি হয়। 


2. ল্যাপিস বা কারেন (Lapies or karren ) : অপ্রবেশ্য এবং খাড়া ঢাল যুক্ত চুনাপাথরে দ্রবণ প্রক্রিয়ায় অসংখ্য দীর্ঘ গর্ত বা খাজের সৃষ্টি হয় যা জার্মানিতে কারেন এবং ফ্রান্সে  ল্যাপিস নামে পরিচিত।

ল্যাপিস বা কারেন (Lapies or karren )

3. সোয়ালো হোল ( Swallow hole ) :  সোয়ালো হোল কথার অর্থ সম্পূর্ণ গ্রাস বা খেয়ে ফেলার মত গর্ত। কাস্ট অঞ্চলে দ্রবণ কার্যের ফলে ভূপৃষ্ঠে অসংখ্য ছোট ছোট গর্তের সৃষ্টি হয় সেগুলির মধ্যে দিয়ে জল ভূ গর্ভে প্রবেশ করে ওসব গর্তের খোলা মুখে সোয়ালোহোল  বলে। 

সোয়ালো হোল দেখতে ফানেল ও চোঙাকৃতি বৈশিষ্ট্য এর মত।

সোয়ালো হোল


4. সিঙ্কহোল ( Sinkhole ).  কাস্ট অঞ্চলের দ্রবণ কার্যের ফলে ফাঁদল আকৃতির অবনত স্থানকে সিঙ্কহোল বলে ( HS 2017 )

সিঙ্কহোল ( sinkhole


5. ডোলাইন ( Dolines ) সারবিয়ান শব্দ Dolina থেকে ডলাইন শব্দটি এসেছে যার অর্থ " ভূ দৃশ্যের মধ্যে এক অবনমন "। কাস্ট অঞ্চলে সোয়ালো হোল এবং সিঙ্কহোল চেয়ে বড় আবদ্ধ গর্ত কে ডোলাইন বলে।

ডোলাইন এর ব্যাস সাধারণত 50-1000 মিটার এবং গভীরতা 2-100 মিটার হয়।

ডোলাইন ( Dolines ) চিত্র



6. উভালা ( Uvala ) :  একাধিক সিঙ্কহোল বা ডোলাইন পরস্পর মিলিত হয়ে একটি বড় আকারের গর্তের সৃষ্টি হয়, এই বড় গর্তকে উভালা বলে। 

উভালা ( Uvala )


7. পোলজি ( Polje ). উভালা চেয়ে বড় দীর্ঘায়িত সমতল তলদেশ বিশিষ্ট এবং চতুর্দিকে খাড়া ঢাল যুক্ত গর্তকে ঢাল যুক্ত গর্তকে পলজি বলে। ( HS 2017 )



উপরিউক্ত কাস্ট ভূমিরূপ গুলি ছাড়াও অনন্য ভূমিরূপ গুলি হল, কাস্ট হ্রদ , হামস, কাস্ট বাতায়ন ইত্যাদি।

Post a Comment

নবীনতর পূর্বতন